প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:38 PM
আপডেট: Sat, May 10, 2025 2:25 PM

তিনদিনের সফরে ঢাকা এলেন বেলজিয়ামের রানি মাটিল্ডে

কূটনৈতিক প্রতিবেদক: তিন দিনের সফরে বেলজিয়ামের রানি মাটিল্ডে মেরি ক্রিস্টিন বাংলাদেশে এসেছেন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সফরের প্রথমদিন তিনি খিলগাঁও নন্দী পাড়ায় ইউনিসেফ পরিচালিত ‘সুুরভী স্কুল’ পরিদর্শন করেন।  নারায়ণগঞ্জর ফতুল্লায় ফকির এ্যাপারেলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন তিনি। বেলজিয়ামের রানি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাটিল্ডা। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটর’ হিসেবে মূলত তার এ সফর।

এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন তিনি। খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে বেলজিয়ামের রানির। সম্পাদনা: সালেহ বিপ্লব